ইনকিলাব ডেস্ক : দেশের পক্ষে সাহসী অবদানের জন্য পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফকে অনারারি ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেয়া হচ্ছে। সন্ত্রাস-বিরোধী যুদ্ধে সাহসী ও সাফল্যজনক অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে সম্মানজনক পাঁচ তারকার এই প্রমোশন দেয়া হবে। আগামী নভেম্বর মাসে জেনারেল রাহিল শরিফের চাকরির মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু যথেষ্ট লবিং এবং সম্ভাবনা সত্ত্বেও এখন পর্যন্ত তাকে দ্বিতীয় মেয়াদে স্বপদে বহাল রাখার ব্যাপারে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এ অবস্থায় তাকে অনারারি ফিল্ড মার্শাল পদ দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নওয়াজের ঘনিষ্ঠ হিসেবে সুপরিচিত রাজনৈতিক ভাষ্যকার আরিফ নিজামি এ ব্যাপারে মত প্রকাশ করতে গিয়ে জানিয়েছেন, জেনারেল শরিফের সাথে পরামর্শক্রমে তাকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেয়ার ব্যাপারে সরকার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে। দেশের সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে বীরত্বপূর্ণ অবাদানের জন্য তাকে এই সম্মানজনক প্রতীকী পদোন্নতি দেয়া হচ্ছে। পাকিস্তানের সামরিক বাহিনীতে কোনো ক্ষেত্রে বীরত্বপূর্ণ বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই অনারারি প্রতীকী পদোন্নতি দেয়া হয়ে থাকে। নিছক প্রতীকী মূল্য ছাড়া এই পদের অন্য কোনো বিশেষ মূল্য নেই। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন