শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

অর্থ পাচার ঠেকাতে কাজ করবে কেন্দ্রীয় ব্যাংক ফেড সুইফট

প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : হ্যাকিংয়ের মাধ্যমে চুরি ঠেকাতে এক সাথে কাজ করবে ফেডারেল রিজার্ভ, সুইফট ও বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। নিউইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসানের নেতৃত্বে এ বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স বিভাগের আবদুর রব ও আইনজীবী আজমালুল হোসাইনসহ আরো কয়েকজন। বৈঠকে হ্যাকিংয়ের পেছনের কারণ, চুরি যাওয়া অর্থ উদ্ধার এবং কীভাবে এমন ঘটনা প্রতিরোধ করা যায়, তা নিয়ে আলোচনা হয়। রয়টার্স বলছে, অর্থ চুরির ঘটনায় ফেড ও সুইফটের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিবে না বাংলাদেশ ব্যাংক। বরং সহযোগিতার মাধ্যমে অর্থ উদ্ধারে চেষ্টা চালাবে। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং দেশটির বিচার বিভাগে কর্মকর্তাদের সাথেও বৈঠক করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন