যশোর ব্যুরো : জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে যশোরের চৌগাছা উপজেলায় মারুফ হোসেন নামে ৭ম শ্রেণির এক ছাত্রের দেহ থেকে মাথা ও পা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিখোঁজের ৬ দিন পর মঙ্গলবার রাতে উপজেলার জগদীশপুর তুলাবর্ধন খামার এলাকা থেকে মাথা ও পা বিহীন লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার দুপুরে পুলিশ একই এলাকার একটি ঝোঁপের মধ্যে মাথা ও পা উদ্ধার করে। এ ঘটনায় গতকাল বিকালে টুটুল নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।
হত্যাকা-ের শিকার মারুফ উপজেলার সরফরাজপুর দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ও একই গ্রামের মহিদুল ইসলাম তোতার ছেলে। ১০ আগস্ট থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা জানান, মারুফ গত ১০ আগস্ট সকালে স্থানীয় বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। কোথাও তার সন্ধান না পেয়ে গত ১৪ আগস্ট চৌগাছা থানায় সাধারণ ডায়েরি করেন মারুফের মা আবেরুন্নেছা বেগম। নিহতের মা আবেরুন্নেছা বেগম দাবি করেন, তার চাচাতো ভাই হযরত আলী জমি সংক্রান্ত জের ধরে ছেলে মারুফ হোসেনকে হত্যা করেছে। এর আগেও তাদের দুই স্বজন নিহত হয়। সম্প্রতি আদালত থেকে তাদের পক্ষে রায় আসায় হযরত আলী ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে এই হত্যাকা- ঘটিয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জগদীশপুর তুলাবর্ধন খামার এলাকা থেকে মারুফ হোসেনের মাথা ও পা বিহীন লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ ওই একই এলাকার একটি ঝোঁপের মধ্যে মাথা ও পা উদ্ধার করে। ওসি আরও জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকা- ঘটেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন