শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

দেশসেরা ক্লাবের সম্মাননা পেল ‘জেইউডিও’

জাবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

দেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক ক্লাব বা সংগঠনের অংশগ্রহণে ভার্চুয়ালি অনুষ্ঠিত হলো ‘মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড প্রেজেন্টস ক্যাম্পাস ক্লাব সামিট-২০২০ ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য ডেইলি স্টার’। গত ৬ ও ৭ নভেম্বর দুদিনব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন-জেইউডিও’।

বুধবার জেইউডিও’র প্রেস এন্ড মিডিয়া সেক্রেটারি হাসান মাহমুদ সম্রাট সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, এই সামিটে সারা দেশের তিন শতাধিক ক্লাব অংশগ্রহণ করেছিলো। যারমধ্য থেকে জেইউডিও ২০২০ সালের কার্যক্রম ও পূর্ববর্তী ধারাবাহিকতা বিবেচনায় শ্রেষ্ঠ পাঁচটি ক্লাবের মাঝে একটি হিসেবে নির্বাচিত হয়েছে। এছাড়া অন্য চারটি ক্লাব হলো- বুয়েট ক্যারিয়ার ক্লাব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, নর্থসাউথ-ইয়েস, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব।জেইউডিওর এই গৌরবময় অর্জনের পিছনে অক্লান্ত পরিশ্রম করে যাওয়া সকল বিতার্কিক এবং কর্মীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন সভাপতি তাজরীন ইসলাম তন্বী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন