শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের সিদ্ধান্ত বাতিল করতে হবে

আগামীকালের গণসমাবেশ সফল করুন, দেশের শীর্ষ ওলামায়ে কেরাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২০, ১২:০৩ এএম

ভাস্কর্যের নামে মূতি স্থাপনের সিদ্ধান্ত বাতিল করার আহবান জানিয়েছেন- দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখরা। গতকাল বুধবার এক বিবৃতিতে ওলামায়ে কেরামরা বলেন, মূর্তি বা ভাস্কর্য মুসলমানের কোনো সংস্কৃতি নয়, এটা বিজাতীয় বা হিন্দুয়ানী সংস্কৃতি। যুগে যুগে সকল নবী ও রাসূলগণ মূর্তি ধ্বংস করে একত্ববাদ প্রতিষ্ঠা করতে দুনিয়ায় এসেছিলেন। কাজেই মুসলমানরা এধরনের কোনো সংস্কৃতি লালন করতে পারে না।

তারা বলেন, ভাস্কর্য স্থাপন না করে কোরআন খচিত স্তম্ভ, মিনার খচিত স্তম্ভ, আল্লাহর নিরানব্বই নাম সম্বলিত মিনার ইত্যাদি স্থাপনের করা যেতে পারে। মূর্তি বা ভাস্কর্য সরাসরি শরিয়াহ’র সাথে সাংঘর্ষিক। কাজেই মসজিদের এই নগরীকে মূর্তির নগরী হিসেবে প্রতিষ্ঠার কোন পদক্ষেপ ভালো ফল বয়ে আনবে না। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন, নায়েবে আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, নারায়ণগঞ্জ ডিআইটি জামে মসজিদের খতিব মাওলানা শাহ আব্দুল আউয়াল, ফরায়েজী আন্দোলনের আমীর মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ হাসান, প্রিন্সিপাল মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী-প্রিন্সিপাল চরমোনাই কামিল মাদরাসা, মুফতী মনিরুজ্জামান-মুহতামিম বাইতুন নূর মাদরাসা সায়দাবাদ, মুফতী সিরাজুল ইসলাম- জামিয়া উলুমুশ শারীয়াহ যাত্রাবাড়ী, হাফেজ মাওরানা হাসান বিন বাশার-খতীব বাগিচা জামে মসজিদ শ্যামপুর, মুফতি জাফর আহমদ খতিব-লাল মসজিদ. মুফতি নাফেউল ইসলাম-খতিব নূরবাগ জামে মসজিদ, মুফতি মাকসুদ আহমদ খতিব, সরাইবাগ জামে মসজিদ, মুফতি হাবিবুর রহমান মিসবাহ, পরিচালক, মারকাযুত তাকওয়া ইসলামিক রিচার্স সেন্টার, মুফতি শফিকুল ইসলাম শায়খুল হাদিস জামিয়াতু ইব্রাহিম, মুফতি বশিরুল্লাহ-মুহাদ্দিস মাদানিনগর মাদরাসা, মুফতি ইমাদুদ্দীন-মুহাদ্দিস- ফরিদাবাদ মাদরাসা, মাওলানা ইমদাদুল হক-প্রিন্সিপাল, জামালুল কোরআন মাদরাসা, মাওলানা রশিদ আহমদ, মুহতামিম, মেরাজনগর বড় মাদরাসা, মাওলানা রুহুল আমিন ও মাওলানা আব্দুর রাজ্জাক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Saiful Islam ১২ নভেম্বর, ২০২০, ১:৩২ এএম says : 0
একমত
Total Reply(0)
Nannu chowhan ১২ নভেম্বর, ২০২০, ৬:৩৫ এএম says : 0
Amra shongkha ghorishto jonogon eai dabir pokkhe shomorthon janachsi,iha eakhon shomoyer dabi eata amader shongskritir moddhe porena....
Total Reply(0)
Sayed Ahmed ১২ নভেম্বর, ২০২০, ৯:০১ এএম says : 0
R8
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন