শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ভাসানচর পরিদর্শন করতে চায় ৫ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা

কূটনৈতিক সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

জাতিসংঘের পরে এবার পাঁচটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ভাসানচর পরিদর্শন করতে চাইছে সেখানকার সুবিধা পর্যবেক্ষণের জন্য। বাংলাদেশ সরকারের কাছে এ বিষয়ে অনুরোধ জানিয়ে গতকাল বৃহস্পতিবার একটি চিঠি দিয়েছে সংস্থাগুলো। অ্যামনেস্টি ইন্টান্যাশনাল, রিফিউজি ইন্টারন্যাশনাল, রবার্ট কেনেডি হিউম্যান রাইটস, ফরটিফাই রাইটস এবং আসিয়ান পার্লামেন্টারিয়ান ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়।চিঠিতে সংস্থাগুলোর পক্ষ থেকে বলা হয়, ভাসানচরের অবস্থা কী সেটি পর্যবেক্ষণের জন্য আমরা সেখানে যেতে চাই। আমরা যাতে দ্রুততম সময়ের মধ্যে জায়গাটি পরিদর্শন করতে পারি সেই ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি। গত সেপ্টেম্বরে ৪০ জন রোহিঙ্গা নেতা ভাসানচর পরিদর্শন করেছে জানিয়ে চিঠিতে বলা হয়, ‘রোহিঙ্গা উদ্বাস্তুদের সঙ্গে আমরা প্রাইভেটলি কথা বলতে চাই এবং আমরা আমাদের সুপারিশ সরকারের কাছে হস্তান্তর করবো।’

উল্লেখ্য, বিভিন্ন সময়ে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা প্রায় ১২ লাখ। মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে বারবার উদ্যোগ নিলেও তা ভেস্তে যাচ্ছে। গতবছর ২২ আগস্ট ও আগের বছরে দফায় দফায় প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও কার্যত একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন