শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দীপাবলির পর বাড়ছে করোনাক্রান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

আবারও করোনাভাইরাসের প্রাদুর্ভাব তীব্র আকার ধারণ করছে দিল্লিসহ পুরো ভারত জুড়ে। বিশেষ দীপাবলি উৎসবের পর হু হু করে বেড়েছে করোনা আক্রান্ত ও মত্যুর সংখা। ভারতে নতুন করে করোনাভাইরাস আক্রান্তের সার্বিক সংখ্যা শনিবার স্থির থাকলেও রাজধানী দিল্লিতে বিভিন্ন উৎসবের কারণে সংক্রমণের সংখ্যা বেড়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৪৪ হাজার ৬৮৪ আক্রান্ত হয়েছেন এবং এ সময়ে ৫২০ জন মারা গেছেন। এর মধ্যে শুধুমাত্র নয়াদিল্লিতেই ৭ হাজার ৮০২ জন আক্রান্ত এবং ৯১ জন মারা গেছেন। মহামারি শুরু হওয়ার পর থেকে ভারতে ৮৭ লাখের মতো সংক্রমিত হয়েছেন। বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে দেশটি। তবে, প্রতিদিন নতুন করে সংক্রমণের সংখ্যা সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে কমছে। এখন পর্যন্ত দেশটিতে এক লাখ ২৯ হাজারেরও বেশি কোভিড-১৯ রোগে মারা গেছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হঠাৎ করেই নয়াদিল্লিতে সংক্রমণ বাড়তে দেখা গেছে। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন