শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

আদমজী ইপিজেডে নিরাপত্তা জোরদারকল্পে সিসিটিভি কার্যক্রম সূচনা

প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান, এনডিসি, পিএসসি, সম্প্রতি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডের জোন অফিসে সিসিটিভি পর্যবেক্ষণ কক্ষ উদ্বোধন করেছেন। তিনি একইদিনে আদমজী ইপিজেডের নিরাপত্তা ব্যারাকও উদ্বোধন করেন।
বেপজা প্রধান জোনের অধিকতর নিরাপত্তা ও সুরক্ষার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকল্পে এই পদক্ষেপ নিয়েছেন। জোনের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত ৬৫টি ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে ২৪ ঘণ্টা সিসিটিভি পর্যবেক্ষণ করা হচ্ছে যা সিসিটিভি পর্যবেক্ষণ কক্ষ হতে নিয়ন্ত্রণ করা হচ্ছে। নিরাপত্তা ব্যারাকের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হবে যাতে বাহিনীর সদস্যগণ দ্রুততার সাথে নিরাপত্তা সেবা প্রদান করতে পারে।  বেপজার নির্বাহী চেয়ারম্যানের সাথে ছিলেন সদস্য (প্রকৌশল) মোঃ মোসাদ্দেক আলী, আদমজী ইপিজেডের মহাব্যবস্থাপক আশরাফুল কবির, বেপজার প্রধান প্রকৌশলী মোঃ শাহ আলম সরকার, মহাব্যবস্থাপক (জনসংযোগ) মিসেস নাজমা বিন্তে আলমগীর, মহাব্যবস্থাপক (নিরাপত্তা) লে. কর্নেল মোঃ লোকমান আলী এবং মহাব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) মোঃ জিল্লুর রহমান। বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন