শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এক কবুতরের দাম ১৯ লাখ ডলার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২০, ১২:২৪ পিএম

কবুতরটির নাম নিউ কিম। দুই বছর বয়সী মাদি কবুতরটিকে সম্প্রতি বিক্রির জন্য নিলামে তোলা হয়েছিল। গতকাল রবিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত এক নিলামে ১৯ লাখ ডলার দাম হেঁকে কবুতরটি কিনে নিয়েছেন চীনের একজন ধনী ব্যক্তি। অনলাইনে নিলামের আয়োজনকারী সংগঠন পিজন প্যারাডাইজের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
পিজন প্যারাডাইজ জানিয়েছে, এর আগে গত বছর ১২ লাখ ডলারে বিক্রি হওয়া ‘আরমান্দো’ নামের একটি কবুতরের দাম ছিলো সর্বোচ্চ।
উন্নত প্রজাতির দুই বছর বয়সী নিউ কিমের নিলাম শুরু হয় দুইশ ডলারের কিছু বেশি মূল্যে। যা শেষ পর্যন্ত ‘আকাশ স্পর্শ’ করে।
পিজন প্যারাডাইজের চেয়ারম্যান নিকোলাস গিসেলব্রিচ বলেন, আমি বিশ্বাস করি এটি রেকর্ড দাম, এর চেয়ে বেশি দামে কোনো কবুতর বিক্রি হওয়ার আনুষ্ঠানিক দলিল নেই।
২০১৮ সালের ফ্রান্সে ‘এইস পিজন গ্রান্ড ন্যাশনাল মিডেল ডিসটেন্স’ নামক এক প্রতিযোগিতায় জয়ী হয় ‘নিউ কিম’।
এটি অবশ্য কোনো সাধারণ কবুতর নয়। নিউ কিম একটি বিশেষ প্রজাতির কবুতর। যার পরিচয় ‘রেসিং পিজন’ হিসেবে। আর এটি ছিল রেসিং পিজন বিক্রির ক্ষেত্রে একটি রেকর্ড। এই বিশেষ প্রজাতির কবুতরের কাজ হলো ওড়ার প্রতিযোগিতায় অংশ নেয়া।
সাধারণত কবুতরগুলোকে একশ থেকে এক হাজার দূরত্বের কোনো স্থানে ছেড়ে দেওয়া হয়। সবচেয়ে আগে উড়ে যে বাড়ি পৌঁছাতে পারবে সে বিজয়ী। মোটা অঙ্কের অর্থ মিলবে তার মালিকের।
কবুতরদের এই প্রতিযোগিতায় সর্বশেষ বিজয়ী আর্মান্ডো, যাকে পরে ফর্মুলা ওয়ান রেস চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটনের নামে নামকরণ করা হয়।
নিউ কিমও ২০১৮ সাল থেকে বেশ কটি প্রতিযোগিতায় জিতেছে এবং এরপর সে অবসরে গেছে। অবসর জীবনে বেশ কিছু ছানার জন্ম দিয়েছে সে।
নিউ কিমের মালিক একটি বেলজিয়ান পরিবার, এই বিপুল পরিমাণ অর্থে কবুতরটি বিক্রি হওয়ায় রীতিমতো বিস্মিত।
যে চীনা ধনাঢ্য ব্যক্তি তাকে কিনেছে তার শখ হল রেসিং পিজন সংগ্রহ করা। চীনে সম্প্রতি পিজন রেসিং খুবই জনপ্রিয়তা পেয়েছে।
নিউ কিম মেয়ে কবুতর হওয়ায় তার দাম এত বেশি হয়েছে কারণ তাকে এই প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগানো যায়।
নিলামে বিজয়ী চীনা নাগরিক নিউ কিমকে এই প্রতিযোগী প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগাবেন বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি বাংলা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন