বকেয়া ৮ মাসের বেতন ও অবিলম্বে মিল খুলে দেয়ার দাবিতে সোনারগাঁও টেক্সটাইলস মিলসের শ্রমিকরা বরিশাল-কুয়াকাটা ও ভোলা-লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। গতকাল নগরীর রূপাতলী এলাকায় মহাসড়ক সংলগ্ন সোনারগাঁও টেক্সটাইল মিলের সামনে সমবেত হয়ে শ্রমিকরা সমাবেশ শুরু করে। এরপরে বরিশাল নগরীর বিভিন্ন স্থানের শ্রমিক সংগঠনের সদস্যরা মিছিল নিয়ে বরিশাল-পটুয়াখালী সড়কে জড়ো হতে থাকে। এক পর্যায়ে পুলিশের নিষেধ উপেক্ষা করে শ্রমিকরা রাস্তায় বসে অবরোধ এবং বিক্ষোভ প্রদর্শন করে। সড়ক অবরোধের কারণে বরিশাল-কুয়াকাটা ও ভোলা-লক্ষ্মীপুর সড়কের দু’প্রান্তে প্রায় ৫ কিলোমিটার জুড়ে যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। পরবর্তীতে বরিশাল কোতয়ালী থানার ওসি নুরুল ইসলাম মালিকপক্ষের প্রতিনিধির সাথে কথা বলে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেয়ায় অবরোধ প্রত্যহার করে নেয়া হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন