শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

| প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

গত ২০ অক্টোবর দৈনিক ইনকিলাবে প্রকাশিত ‘শত শত কোটি টাকার সম্পদ হাবিবের’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সাইদুর রহমান হাবিব। তার পক্ষে এ্যাডভোকেট এস এম শিহাব উদ্দিন প্রকাশিত সংবাদকে ভুল, মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর বলে দাবি করে বলেন, আমার ক্লায়েন্ট একজন সুনামধন্য ব্যবসায়ী। তিনি দীর্ঘ ২০ বছর যাবৎ বিভিন্ন কোম্পানিতে গার্মেন্ট ক্যাপিটাল মেশিনারিজ এবং এক্সেসরিজ বিক্রি করে আসছেন। পত্রিকায় যে রিপোর্টে যে অভিযোগের উল্লেখ করা হয়েছে সে ধরণের কোন একটি অভিযোগ তার বিরুদ্ধে নেই। এমনকি আজ পর্যন্ত আমার ক্লায়েন্ট দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ড থেকে কোন ধরণের চিঠি পাননি।
সম্প্রতি আমার ক্লায়েন্ট এএসআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমানের নামে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছে, যা এখন বিচারাধীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন