স্টাফ রিপোর্টার, সাভার থেকে
খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জামায়াত-শিবির ও বিএনপি হলো জঙ্গি ও খুনি, সে কারণে খুনিদের সঙ্গে কোন আপোষ নয়।
বৃহস্পতিবার দুপুরে সাভারের হেমায়েতপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মন্ত্রী। মন্ত্রী আরও বলেন, জামায়াত-শিবির-বিএনপি বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বিএনপি নামক দলটির জন্ম হয়েছিলো তখন। তাই এরা কোন অবস্থাতেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নকে মেনে নিতে পারে না। এরা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই এদের সাথে কখনও আপোষ হতে পারে না।
দেশের উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায়, মহান স্বাধীনতা যুদ্ধের মতো ষড়যন্ত্রকারীদের রুখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় এসময় ঢাকা জেলার প্রশাসক হাসিনা দৌলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের বেগসহ স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন