সভারের আশুলিয়ার তাজরীন ফ্যাশন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৫ পরিবার গত দুই মাস আট দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে দেখা যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তিন দাবিতে এই কর্মসূচি পালন করছেন। তাদের দাবি হলো এককালীন ক্ষতিপ‚রণ, পুনর্বাসন ও সু-চিকিৎসার ব্যবস্থা করা।
উপস্থিত তাজরিন ফ্যাশনের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, অগ্নিকান্ডের ঘটনায় সবাই অসুস্থ। কেউ হাত-পা ভাঙা, মেরুদন্ড সমস্যা, ঘাড় ও হাড়ে সমস্যায় ভুগছেন। তারা আর্থিকভাবে সহায়তাও পাননি সরকার, মালিক বা অন্য কোনো সংগঠন থেকে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সমন্বয়ক জরিনা বেগম। তিনি তাজরিন ফ্যাশন গার্মেন্টসে সুইং অপারেটর হিসেবে কাজ করতেন। তিনি বলেন, আন্দোলনে আমরা মোট ৩০০ জন ছিলাম। এদের মধ্যে অনেকে কাজে বা গ্রামের বাড়িতে ফিরে গেছেন। বাকি ৪৫ পরিবার এখনও আছেন। আমাদের বাড়ি-ঘর নেই, যাওয়ার জায়গা নেই।
সাভার উপজেলার আশুলিয়ার নিশ্চিন্তপুরে ২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় তাজরীন ফ্যাশন লিমিটেডের কারখানায় আগুন লাগে। অগ্নিকান্ডে ১১১ জন শ্রমিক পুড়ে মারা যান। এছাড়া অসংখ্য শ্রমিক গুরুতর আহত হন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন