শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

সৌদি আরব বিদেশি বিনিয়োগকারীদের গ্রিন কার্ড দেবে

প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : সৌদি আরব বিদেশি বিনিয়োগকারী এবং উচ্চ যোগ্যতাসম্পন্ন বিদেশি নাগরিকদের গ্রিন কার্ড দেবে। এ বিষয়ে একমত পোষণ করেছেন দেশটির উচ্চ শূরা কাউন্সিলের সদস্যরা। সম্প্রতি সৌদি আরবের জনপ্রিয় সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সৌদিতে প্রবাসী কর্মীর সংখ্যা ইতোমধ্যে এক কোটি ছাড়িয়েছে। তাদের মধ্য থেকে সফল বিনিয়োগকারী এবং উচ্চ যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের গ্রিন কার্ড দেওয়ার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে সৌদি আরবের শূরা কাউন্সিলের সদস্যরা। ওই প্রতিবেদনে জানানো হয়েছে, নাগরিকত্ব পেতে আবেদন করা ব্যক্তিদের মধ্যে যে সব বিদেশি নাগরিক সৌদি আরবের গ্রিন কার্ড পাবেন, তারা ওই দেশে অর্জিত সম্পত্তির মালিকানাও পাবেন। একইসঙ্গে এটি তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণেও ইতিবাচক ভূমিকা রাখবে। সৌদি আরবে অর্থনৈতিক কমিটির সভাপতি ও পরামর্শ সভার একজন সদস্য ফাহাদ বিন জুমাহ জানান, উচ্চ যোগ্যতাসম্পন্ন বিদেশি নাগরিক এবং বিনিয়োগকারীদের কাছ থেকে লাভবান হওয়ার আশায় গ্রিন কার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। অনেকটা আমেরিকার গ্রিন কার্ড প্রদান পদ্ধতিকে অনুসরণ করেই এটি করা হচ্ছে। তিনি আরও জানান, গ্রিন কার্ড দেওয়ার মাধ্যমে রাজ্যে প্রবাসীদের ধরে রাখা সম্ভব হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন