বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

চট্টগ্রামে বিরল চর্মরোগ নিয়ে শিশুর জন্ম

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

চট্টগ্রামে বিরল চর্মরোগ ‘হারলিকুইন ইকথাইয়োসিস’ নিয়ে এক শিশুর জন্ম হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জিনগত সমস্যার কারণে এ ধরনের শিশুর জন্ম হয়ে থাকে। শনিবার রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে জন্মের পর শিশুটিকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের নবজাতক ওয়ার্ডের প্রধান অধ্যাপক জগদীশ দাশ বলেন, শিশুটি নানা জটিলতায় ভুগছে। এর আগেও চমেকে একই ধরনের নবজাতককে চিকিৎসা দেয়া হয়েছে। 

চিকিৎসকরা জানান, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এ ধরনের শিশুকে কলোডিয়ান বেবি’ বলা হয়। এ ধরনের শিশুদের চামড়া প্লাস্টিকের মত খসখসে এবং ডোরাকাটা দাগ থাকে। শরীরে জটিলতা মারাত্মক আকার ধারণ করলে এ ধরনের শিশু জন্মের প্রথম সপ্তাহেই মারা যেতে পারে। শিশুটির মা নগরীর দেওয়ানহাটের বাসিন্দা। এটি তার প্রথম সন্তান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন