মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিশ্বে করোনায় মৃত্যু ১৪ লাখ ছাড়ালো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২০, ১২:৪৭ পিএম

করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে। দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর এই মৃত্যুর মিছিলের গতি আরও বেড়েছে।

এদিকে বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেলেন চার লাখ মানুষ। আক্রান্ত ৬ কোটির কাছাকাছি।

শুরু থেকে করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো জানায়, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় ১৪ লাখ ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন পাঁচ কোটি ৯৫ লাখ ১৪ হাজার জন। এর মধ্যে সুস্থের সংখ্যা ৪ কোটি ১১ লাখ ৫৬ হাজার।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মারা গেছেন প্রায় আট হাজার মানুষ। আক্রান্ত হয়েছেন পাঁচ লাখের বেশি।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এক কোটি ২৭ লাখ ৭৭ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৬৩ হাজারের বেশি লোক।

মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ৬০ লাখ ৮৮ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে দ্বিতীয় দেশটিতে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন