শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

জামিনে মুক্ত মায়া দেগুইতো

প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে অর্থ চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া মায়া সান্তোস দেগুইতো জামিনে মুক্তি পেয়েছেন। মায়া ফিলিপাইনের রিজেল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার সাবেক ব্যবস্থাপক। ফিলিপাইনের স্থানীয় সময় অনুযায়ী বুধবার গভীররাতে তিনি কারাগার থেকে মুক্তি পান বলে ম্যানিলা বুলেটিনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মাকাতি সিটির পুলিশ প্রধান রমিল মিত্রের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, গ্রেফতারের পর মায়াকে নারী বন্দীদের সেলে রাখা হয়েছিল। রাতে তিনি সেখানেই ছিলেন। জামানত দিয়ে আদালত থেকে জামিন পান। আদালতের আদেশ রাতে কারাগারে এলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এর আগে বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি সুপারমার্কেট থেকে মায়া সান্তোস দেগুইতোকে গ্রেফতার করে সেখানকার পুলিশ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির পর পাচারের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠে আরসিবিসির সাবেক এই ব্যবস্থাপকের বিরুদ্ধে। মায়াকে গ্রেফতারের বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ পাচারের ঘটনায় ব্যাংকের নিয়ম-নীতিমালা ভঙ্গ ও ভুয়া নথি তৈরিতে জড়িত থাকার অভিযোগে একটি মামলা করেন আরসিবিসির সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জ তান। এ মামলার পরিপ্রেক্ষিতে মায়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সেই ধারাবাহিকতায় বুধবার তাকে গ্রেফতার করে ম্যানিলা পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন