রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

চট্টগ্রামে ৯ ফার্মেসিকে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও আনরেজিস্টার্ড ওষুধ বিক্রির দায়ে ওষুধের পাইকারি বাজার নগরীর হাজারী গলির নয় ফার্মেসিকে এক লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ওষুধ প্রশাসন অধিদফতরের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম এবং সুরাইয়া ইয়াসমিন। অভিযানে অংশ নেন ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক হোসাইন মো. ইমরান।

অভিযানে নকল গ্লিসারিন উৎপাদন কারায় পিকে সার্জিক্যালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভেজাল, মেয়াদোত্তীর্ণ, আনরেজিস্টার্ড ওষুধ বিক্রির দায়ে আটটি ফর্মেসিকে ৮৯ হাজার টাকা জরিমানা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন