যৌন পুতুলের সঙ্গে এক বছর আগে হয়েছিল প্রেম নিবেদন। অবশেষে বিয়ে করলেন ইউরি তোলোচকো নামে কাজাখস্তানের এক বডিবিল্ডার। শুনতে অবাক লাগলেও ঘটনা সত্যি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ইউরি তোলোচকোর বিয়ের ভিডিও। যা দেখে অবাক অনেকে। আন্তর্জাতিক গণমাধ্যমেও এ বিষয়ে বেশ আলোচনা হচ্ছে। জানা গেছে, অনেকদিন ধরে ইউরির কাছে ছিল ‘সেক্স ডল’ মার্গো। গত বছর ডিসেম্বরে মার্গোকে প্রেম নিবেদন করেন ইউরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীদের জানান সে কথা। চলতি বছর করোনার লকডাউনের কারণে বিয়ে পিছিয়ে যায়। পরবর্তীতে রূপান্তরকামীদের মিছিলে অংশ নেয়ায় হামলার মুখে পড়তে হয় তাকে। শেষ পর্যন্ত নভেম্বরে সেরে ফেললেন বিয়ে। ইউরি তোলোচকো জানান, মার্গো আর পাঁচজন সেক্স ডলের মতো নয়। তার লুকসে বদল আনতে প্লাস্টিক সার্জারি করা হয়েছে একাধিকবার। দ্য সান, লন্ডন ডেইলি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন