শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

চীন গেলেন চার বডিবিল্ডার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৯, ৯:২০ পিএম

এশিয়ান বডিবিল্ডিং অ্যান্ড ফিটনেস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বুধবার দিবাগত রাতে চীন গেলেন বাংলাদেশের চার বডিবিল্ডার। শুক্রবার চীনের হার্বিনে ৪০ দেশের বডিবিল্ডারদের অংশগ্রহনে শুরু হবে চার দিনব্যাপী এই টুর্নামেন্ট। বাংলাদেশ দলের সদস্যরা হলেন- আনোয়ার হোসেন, রঞ্জিত চন্দ্র সরকার, রুসলান মোহাম্মদ হোসেন ও এম রফিকুল ইসলাম। এদের মধ্যে প্রো-ওয়ার্ল্ড রিজিওনাল চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী আনোয়ার হোসেন অংশ নেবেন ক্ল্যাসিক বডিবিল্ডিং অ্যান্ড মেন্স ফিজিক ইভেন্টে, প্রো-ওয়ার্ল্ড রিজিওনাল চ্যাম্পিয়নশিপের সোনাজয়ী রঞ্জিত চন্দ্র সরকার অংশ নেবেন মেন্স বডিবিল্ডিং ইভেন্টে, একই টুর্নামেন্টে রুপা জয়ী এম রফিকুল ইসলাম লড়বেন মেন্স মাস্টার বডিবিল্ডিং ইভেন্টে। তবে রুসলান মোহাম্মদ হোসেন প্রথমবার বড় আসরে খেলতে যাচ্ছেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক সাবেক মিস্টার বাংলাদেশ নজরুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গণে বডিবিল্ডিং খুবই জনপ্রিয় একটি ডিসিপ্লিন। আমাদের ছেলেরা দুর্দান্ত নৈপূণ্য দেখিয়ে পদক জয় করছে। তবে ৪০ দেশের বডিবিল্ডারদের এই আসরে আমাদের লক্ষ্য থাকবে ভালো নৈপূণ্য প্রদর্শণ করা।’ খেলা শেষে ৩০ জুলাই দেশে ফিরবে দলটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন