বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

মেহবুবা গ্রেফতার, মেয়ে গৃহবন্দি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

সদ্য গৃহবন্দি দশা ঘুচেছে। কিন্তু তারপরও যে কাজ থেকে বিরত করতে তাকে গৃহবন্দি করা হয়েছিল, সেই কার্যকলাপ বন্ধ করেননি। মুক্তি পাওয়ার পরও বারবার কাশ্মীরের ৩৭০ ধারা ফেরানোর দাবিতে সরব হয়েছেন। তার দলের একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিচ্ছিন্নতাবাদে মদত দেয়ার। এসবের মধ্যে ফের নাকি তাকে বেআইনিভাবে আটক করেছে পুলিশ। টুইটারে এমনই অভিযোগ করলেন পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি। শুক্রবার একাধিক টুইট করে মেহেবুবা দাবি করলেন, ‘আমাকে ফের বেআইনিভাবে আটক করা হয়েছে। গত দু’দিন ধরে কাশ্মির প্রশাসন ওয়াহিদ পারার পরিবারের সাথে দেখা করতে দিচ্ছে না আমাকে। বিজেপির মন্ত্রীরা আর ওদের অনুগতরা কাশ্মির প্রতিটি কোণায় ঘুরে বেড়াচ্ছে। সমস্যা শুধু আমার ক্ষেত্রে?’ শুধু তাই নয়, মেহেবুবার মেয়ে ইলতিজা জাভেদ, যিনি কিনা কাশ্মীর ইস্যুতে সামাজিক মাধ্যমে বারবার সরব হয়েছেন, তাকেও নাকি গৃহবন্দি করা হয়েছে। প্রসঙ্গত, দিন তিনেক আগেই পিডিপির যুব নেতা ওয়াহিদ পারাকে জঙ্গিযোগের অভিযোগে গ্রেপ্তার করেছেন এনআইএ। তারপর থেকেই তার পরিবারের সাথে দেখা করার চেষ্টা করছেন কাশ্মিরে সাবেক মুখ্যমন্ত্রী। কিন্তু প্রশাসন তাকে অনুমতি দেয়নি। মেহেবুবার অভিযোগ, ওয়াহিদ পারার গ্রেপ্তারি বেআইনি। ওয়ান ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Jack Ali ২৯ নভেম্বর, ২০২০, ১১:৫৫ এএম says : 0
We Muslim do not follow Qur'an and Sunnah as such our government torture us in every way and also the Karfir torture and raping us. Unfortunately Kashmiri people do not follow Qur'an and Sunnah as such neary 70 years long they are oppressed by the Barbarian Indian government. When muslim used to follow Qur'an and Sunnah no kafir dare to point a finger towards us>
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন