শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্প এক সাংবাদিককে বললেন, প্রেসিডেন্টের সাথে এভাবে কথা বলতে হয় না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২০, ৫:০৫ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে এক সাংবাদিককে সতর্ক করে বলেছেন, প্রেসিডেন্টের সাথে এভাবে কথা বলবেন না।থ্যাংকসগিভিংয়ের উৎসবে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে ভোট কারচুপি নিয়ে অভিযোগ করছিলেন। এ সময় তার কথার মাঝে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনি কখন ওভাল অফিস ত্যাগ করার পরিকল্পনা করেছেন?’। তাতেই ক্ষিপ্ত হয়ে ডোনাল্ড ট্রাম্প একথা বলেন। -ইয়ন
ওই সাংবাদিককে তিনি বলেন, আমার সঙ্গে এভাবে কথা বলবেন না, আপনি নেহাতই সামান্য একজন। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এইভাবে প্রেসিডেন্টের সঙ্গে কখনও কথা বলা যায় না। তবে হোয়াইট হাউস ছাড়ার প্রশ্নের উত্তর দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘অবশ্যই আমি হোয়াইট হাউস ছেড়ে যাব। কিন্তু ২০ জানুয়ারির আগে আরও অনেক কিছু ঘটবে। তৃতীয় বিশ্বের দেশগুলোর মতো আমরা কম্পিউটার ব্যবহার করছি, যা সহজেই হ্যাক করা সম্ভব। বিরাট জালিয়াতি হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন