শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সেনাবাহিনী প্রধানের পিএইচডি ডিগ্রি অর্জন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস (বিইউপি) থেকে তিনি এ ডিগ্রি অর্জন করেন। তার পিএইচডির বিষয় ছিল ‘বর্ডার ম্যানেজমন্টে চ্যালেঞ্জেস অব বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঃ ইস্যুজ ইন ট্রান্সন্যাশনাল থ্রেট’। গতকাল রোববার বিইউপির একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় এ ডিগ্রির অনুমোদন দেয়া হয়।

বিইউপির একটি সূত্র জানিয়েছে, পিএইচডি’র তত্ত¡াবধায়ক ছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ। এছাড়া এক্সটার্নাল এক্সামিনার ছিলেন পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মিতা ব্যানার্জি। অপর প্যানেল সদস্য ছিলেন বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড. এম এ কাশেম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মুজাহিদুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তজার্তিক সর্ম্পক বিভাগের প্রফেসর ড. রাশেদ-উজ-জামান। বিইউপি সূত্রে এ তথ্য জানা গেছে। সেনাবাহিনী প্রধান বিইউপির ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের পিএইচডির শিক্ষার্থী ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন