শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চট্টগ্রামে ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

নগরীর মুরাদপুরে তিন মাসব্যাপী ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ ক্যাম্পের কার্যক্রম অব্যাহত আছে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বোর্ড সদস্য ও জেলা ইউনিট চেয়ারম্যান প্রফেসর ডা. শেখ শফিউল আজমের উদ্যোগে এ ক্যাম্প পরিচালিত হচ্ছে। ক্যাম্পে প্রতিদিন ৫০-৬০ জন রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হচ্ছে। ডা. শেখ শফিউল আজমের নেতৃত্বে ডা. সাফকাত আজম সাকিব, ডা. সানজানা শারমিন মিমসহ পাঁচ সদস্যের একটি চিকিৎসক টিম শুরু থেকে এই ক্যাম্পে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। গতকাল রোববার ক্যাম্প কার্যক্রম পরিদর্শন করেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের একটি প্রতিনিধি দল। যুব রেডক্রিসেন্টের সাবেক সাংগঠনিক প্রধান শাহাদাত হোসেন রুমেলের নেতৃত্বে প্রতিনিধি দলটি ক্যাম্প ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্টের সাবেক সিনিয়র যুব সদস্য সাইফুল কাদের বিদ্যুৎ, নিজামুল আলম খাঁন, জেলা ইউনিটের চীফ এডমিন অফিসার আশরাফদৌলা সুজন, আব্দুর রশিদ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Momin Alam ৪ ডিসেম্বর, ২০২০, ১০:১৫ এএম says : 0
মুরাদপুরের কোন জায়গায়?
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন