শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

বন্ধ হয়ে গেল বন্ধুত্বের দরজা

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

দুই পাশে আটকা পড়েছে কয়েকশ’ পণ্যবাহী ট্রাক। ন্যাটো বাহিনীর
রসদ সরবরাহ অনিশ্চিত
পাকিস্তান সীমান্তে আফগান বিক্ষোভকারীদের হামলা, পতাকায় অগ্নিসংযোগ
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চমন সীমান্তে ফ্রেন্ডশিপ গেইট নামের সীমান্ত ক্রসিংয়ে হামলা চালিয়ে পাকিস্তানি পতাকা পুড়িয়ে দিয়েছে আফগান বিক্ষোভকারীরা। খবরে বলা হয়, গত শুক্রবার বিকালের এ ঘটনার পর পাকিস্তান অনির্দিষ্টকালের জন্য আফগানিস্তান সীমান্ত বন্ধ করে দিয়েছে । এতে আফগানিস্তানে মোতায়েন ন্যাটো সেনাদের রসদ সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ওই সেনাদের জন্য পাঠানো রসদ পাকিস্তানের বন্দরগুলো হয়ে ট্রাকযোগ সীমান্ত পাড়ি দিয়ে আফগানিস্তানে যায়। বিভিন্ন সূত্রের দেয়া খবর অনুযায়ী, আফগানিস্তানের ৯৭তম স্বাধীনতা দিবস পালন উপলক্ষে দেশটির কান্দাহার প্রদেশের পাকিস্তান সীমান্তবর্তী শহর স্পিন বোলডাক শহরে বড় একটি মিছিল বের করে আফগানরা। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে ফ্রেন্ডশিপ গেইটের কাছে এসে জড়ো হয়ে পাকিস্তানবিরোধী স্লোগান দিতে থাকে। বিক্ষোভকারীদের অনেকের হাতে পাকিস্তানবিরোধী বক্তব্য লেখা প্ল্যাকার্ড এবং ব্যানারও ছিল। এর একপর্যায়ে তারা ফ্রেন্ডশিপ গেইট লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। এতে গেইট ভবনের কাচের জানালা ভেঙে যায়। এ সময় বেলুচিস্তান নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করা মন্তব্যের প্রতিবাদে পাকিস্তানিদের একটি মিছিল সেখানে উপস্থিত হয়। পাকিস্তানিদের দেখে আফগানরা তাদের দিকে তেড়ে আসে। এ সময় পাকিস্তানি সীমান্তরক্ষীরা পরিস্থিতি আরো খারাপ হতে পারে বিবেচনায় কোনো ধরনের হস্তক্ষেপ করেনি। এ সময় গেইটের কাছে দাঁড়িয়ে থাকা এক পাকিস্তানির হাত থেকে পাকিস্তানের জাতীয় পতাকা কেড়ে নিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় আফগান বিক্ষোভকারীরা। তারা গেইট পেরিয়ে পাকিস্তানে প্রবেশেরও চেষ্টা করে, কিন্তু আফগানদের বিক্ষোভের সময়ই গেইটটি বন্ধ করে দেয়া হয়েছিল। পাকিস্তানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, পতাকা পুড়িয়ে দেয়ার পর থেকে ফ্রেন্ডশিপ গেইটটি বন্ধ রাখা হয়েছে। শুক্রবার ফ্রেন্ডশিপ গেইটটিতে মোতায়েন পাকিস্তানি কর্মকর্তা গেইটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন। শীর্ষ পর্যায়ের নির্দেশ ছাড়া গেইট খোলা হবে না বলে জানিয়েছেন তারা। গেইট বন্ধ থাকায় আফগানিস্তান ও পাকিস্তান দু’পাশেই মালবাহী শত শত ট্রাক আটকা পড়েছে। এসবের মধ্যে ন্যাটোর রসদবাহী ট্রাকও আছে। প্রতিদিন ১০ হাজার থেকে ১৫ হাজার পাকিস্তানি ও আফগান এই সীমান্ত দিয়ে পারাপার হয়। এদের বেশিরভাগই ব্যবসায়ী। ডন নিউজ, রয়টার্স, বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Babul ২২ আগস্ট, ২০১৬, ১১:০৮ এএম says : 0
valo e holo
Total Reply(0)
মোমিনুল হক ২২ আগস্ট, ২০১৬, ৩:১৪ পিএম says : 0
এতে ২ দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটবে।
Total Reply(0)
তাহসিন ২২ আগস্ট, ২০১৬, ৩:১৫ পিএম says : 0
আশা করি খুব শিঘ্রই এর একটা সমাধান হবে।
Total Reply(0)
আমজাদ ২২ আগস্ট, ২০১৬, ৩:২১ পিএম says : 1
ভালোই হয়েছে, ন্যাটো বাহিনীর রসদ সরবরাহ বন্ধ আছে।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন