সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যৌথ সভা

আইএসপিআর | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এর যে কোন জরুরী পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন এক্সারসাইজ এর অংশ হিসেবে ‘এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ -২০২০’ এ বাংলাদেশ বিমান বাহিনীর অংশগ্রহণ সংক্রান্ত যৌথ আলোচনা সভা বৃহস্পতিবার বিমান বাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সভাপতিত্ব করেন। উল্লেখ্য যে, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এর উদ্ভুত জরুরী অবস্থা দ্রুততা ও পেশাদারিত্বের সহিত মোকাবেলার প্রস্তুতি হিসেবে বিভিন্ন অনুশীলন করে থাকে। ‘এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ -২০২০’ কে সফল ও ফলপ্রসূ করার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর অংশগ্রহণ ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে যৌথ কার্যক্রম সংক্রান্ত বিষয়ে উক্ত সভায় বিশদ আলোচনা করা হয়। সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এর পরিচালক এবং বিমান বাহিনী সদর দপ্তর এর আকাশ উড্ডয়ন পরিদপ্তরের পরিচালক অনুশীলন সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন। উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার অধিনায়ক, উর্দ্ধতন কর্মকর্তাসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।-আইএসপিআর

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন