শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

তুরস্কে বিয়ের আসরে বোমা হামলায় নিহত ৫১

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১:২৯ এএম, ২২ আগস্ট, ২০১৬

# আইএসের সংশ্লিষ্টতা অভিযোগ প্রেসিডেন্ট এরদোগানের
# হামলাকারী ‘শিশু’!

ইনকিলাক ডেস্ক
তুরস্কে বিয়ের আসরে বোমা হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ গাজিয়ানতেপে শনিবার গভীর রাতে এ বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় অর্ধশতাকি মানুষ আহত হয়েছেন। সিরিয়ার সীমান্ত সংলগ্ন প্রদেশটির সাহিনবে জেলার এ বোমা হামলাটি আইএস চালিয়েছে বলে প্রেসিডেন্ট রিসেপ তায়িপ জানিয়েছেন। বিয়ের সময় সবাই রাস্তায় নাচ-গান করার সময় আত্মঘাতী এই হামলাটি চালানো হয়। এটি আইএস চালিয়েছে বলে ধারণা করা হলেও দলটির পক্ষ থেকে এখন দায় স্বীকার করা হয়নি। গত ১৫ জুলাই দেশটিতে ব্যর্থ সামরিক অভ্যুত্থান চেষ্টার পর প্রথমবারের মতো বড় ধরনের বোমা হামলার ঘটনা ঘটলো।
গাজিয়ানটেপের গভর্নর আলি ইয়েরলিকায়া এক বিবৃতিতে বলেছেন, বিয়ের অনুষ্ঠানে ন্যাক্কারজনক বোমা হামলায় ৫০ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছে। তিনি বলেন, ‘যারা এ হামলা পরিচালনা করেছে এবং হামলা চালিয়েছে সেই সব বিশ্বাসঘাতকদের প্রতি আমরা নিন্দা জানাই।’ দোষীদের বিচারের আওতায় আনার কথাও জানান তিনি। সাহিনবে জেলার যে স্থানটিতে হামলা চালানো হয়েছে সেখানকার অধিকাংশ বাসিন্দাই কুর্দি। আর বিয়ের অনুষ্ঠানের অধিকাংশ অতিথিই ছিলেন কুর্দি। তাই হামলাকারী হিসেবে আইএসের দিকেই সন্দেহের মাত্রাটা বেশি। সিরিয়ার সীমান্ত পার্শ্ববর্তী প্রদেশ গাজিয়ানটেপে আইএসের বেশ কয়েকটি ঘাঁটি রয়েছে। তুরস্কের উপ-প্রধানমন্ত্রী মেহমেত সিমেস্ক হামলাটিকে ‘বর্বরোচিত’ অভিহিত করে বলেছেন, “খোদার ইচ্ছায় আমরা এ ধাক্কা কাটিয়ে উঠব।”
শহরের যে অংশে বিস্ফোরণটি ঘটানো হয়েছে সেখানে অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র বসবাস করেন। লোকজন বিয়ের আসর থেকে রাস্তায় বেরিয়ে আসার পরই বিস্ফোরণটি ঘটনো হয়। সিরীয় সীমান্ত থেকে ৬৪ কিলোমিটার দূরের শহরটি সব অংশ থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনাস্থলে অনেকগুলো অ্যাম্বুলেন্স জড়ো হয়েছে এবং সিএনএন তুর্কিতে সম্প্রচারিত ভিডিও ফুটেজে শহরটির জনাকীর্ণ রাস্তাটিতে পুলিশ ও জরুরি বিভাগের কর্মীরা উপস্থিত হয়েছেন বলে দেখা গেছে। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, সম্ভবত উৎসব করতে বিয়ের আসর থেকে বড় একটি দল রাস্তায় নেমে আসার পর বিস্ফোরণটি ঘটানো হয়।
হামলাকারী ‘শিশু’!
তুরস্কের গাজিয়াটেপ শহরে একটি বিয়ের আসরে বোমা হামলাকারী ছিল একটি ‘শিশু’। তার বয়স আনুমানিক ১২/১৪ হবে। এমনটাই জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। গতকাল ওই হামলায় অন্ততপক্ষে ৫১ জন মারা গেছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক, যাদের মধ্যে ১৭ জনের অবস্থা আশংকাজনক। তুর্কি টিভি চ্যানেল এনটিভি’কে দেয়া এক সাক্ষাৎকারে এরদোগান বলেন, এ হামলার পেছনে জঙ্গি সংগঠন আইএসের সংশ্লিষ্টতাই প্রতীয়মান হচ্ছে। গাজিয়ানটেপ সিরিয়ার সীমান্তবর্তী একটি শহর, যেটি কুর্দি সংখ্যা গরিষ্ঠ। সূত্র: বিবিসি।

Zyi‡¯‹ we‡qi Avm‡i †evgv nvgjvq wbnZ 51

# AvBG‡mi mswkøóZv Awf‡hvM †cÖwm‡W›U Gi‡`vMv‡bi

#nvgjvKvix ÔwkïÕ!

 

BbwKjvK †W¯‹

Zyi‡¯‹ we‡qi Avm‡i †evgv nvgjvq AšÍZ 51 Rb wbnZ n‡q‡Q| †`kwUi `wÿYc~e©vÂjxq cÖ‡`k MvwRqvb‡Z‡c kwbevi Mfxi iv‡Z G †evgv nvgjv Pvjv‡bv nq| G NUbvq Aa©kZvwK gvbyl AvnZ n‡q‡Qb| wmwiqvi mxgvšÍ msjMœ cÖ‡`kwUi mvwnb‡e †Rjvi G †evgv nvgjvwU AvBGm Pvwj‡q‡Q e‡j †cÖwm‡W›U wi‡mc Zvwqc Rvwb‡q‡Qb| we‡qi mgq mevB iv¯Ívq bvP-Mvb Kivi mgq AvZ¥NvZx GB nvgjvwU Pvjv‡bv nq| GwU AvBGm Pvwj‡q‡Q e‡j aviYv Kiv n‡jI `jwUi cÿ †_‡K GLb `vq ¯^xKvi Kiv nqwb| MZ 15 RyjvB †`kwU‡Z e¨_© mvgwiK Afy¨Ìvb †Póvi ci cÖ_gev‡ii g‡Zv eo ai‡bi †evgv nvgjvi NUbv NU‡jv|

MvwRqvb‡U‡ci Mfb©i Avwj B‡qiwjKvqv GK wee…wZ‡Z e‡j‡Qb, we‡qi Abyôv‡b b¨v°viRbK †evgv nvgjvq 50 Rb wbnZ Ges 100 R‡bi †ewk AvnZ n‡q‡Q| wZwb e‡jb, Ôhviv G nvgjv cwiPvjbv K‡i‡Q Ges nvgjv Pvwj‡q‡Q †mB me wek¦vmNvZK‡`i cÖwZ Avgiv wb›`v RvbvB|Õ †`vlx‡`i wePv‡ii AvIZvq Avbvi K_vI Rvbvb wZwb| mvwnb‡e †Rjvi †h ¯’vbwU‡Z nvgjv Pvjv‡bv n‡q‡Q †mLvbKvi AwaKvsk evwm›`vB Kzw`©| Avi we‡qi Abyôv‡bi AwaKvsk AwZw_B wQ‡jb Kzw`©| ZvB nvgjvKvix wn‡m‡e AvBG‡mi w`‡KB m‡›`‡ni gvÎvUv †ewk| wmwiqvi mxgvšÍ cvk¦©eZ©x cÖ‡`k MvwRqvb‡U‡c AvBG‡mi †ek K‡qKwU NvuwU i‡q‡Q| Zyi‡¯‹i Dc-cÖavbgš¿x †gn‡gZ wm‡g¯‹ nvgjvwU‡K Ôee©‡ivwPZÕ AwfwnZ K‡i e‡j‡Qb, Ò†Lv`vi B”Qvq Avgiv G av°v KvwU‡q DVe|Ó

kn‡ii †h As‡k we‡ùviYwU NUv‡bv n‡q‡Q †mLv‡b A‡bK wek¦we`¨vj‡qi QvÎ emevm K‡ib| †jvKRb we‡qi Avmi †_‡K iv¯Ívq †ewi‡q Avmvi ciB we‡ùviYwU NU‡bv nq| wmixq mxgvšÍ †_‡K 64 wK‡jvwgUvi `~‡ii kniwU me Ask †_‡K we‡ùvi‡Yi kã †kvbv hvq| NUbv¯’‡j A‡bK¸‡jv A¨v¤^y‡jÝ R‡ov n‡q‡Q Ges wmGbGb ZywK©‡Z m¤cÖPvwiZ wfwWI dy‡U‡R kniwUi RbvKxY© iv¯ÍvwU‡Z cywjk I Riæwi wefv‡Mi Kg©xiv Dcw¯’Z n‡q‡Qb e‡j †`Lv †M‡Q| wbivcËv m~θ‡jv Rvwb‡q‡Q, m¤¢eZ Drme Ki‡Z we‡qi Avmi †_‡K eo GKwU `j iv¯Ívq †b‡g Avmvi ci we‡ùviYwU NUv‡bv nq|

nvgjvKvix ÔwkïÕ!

Zzi‡¯‹i MvwRqv‡Uc kn‡i GKwU we‡qi Avm‡i †evgv nvgjvKvix wQj GKwU ÔwkïÕ| Zvi eqm AvbygvwbK 12/14 n‡e| GgbUvB Rvwb‡q‡Qb ZzwK© †cÖwm‡W›U iRe ZvB‡q¨e Gi‡`vMvb| MZKvj IB nvgjvq AšÍZc‡ÿ 51 Rb gviv †M‡Qb| AvnZ n‡q‡Qb Aa©kZvwaK, hv‡`i g‡a¨ 17 R‡bi Ae¯’v AvksKvRbK| ZzwK© wUwf P¨v‡bj GbwUwfÕ‡K †`qv GK mvÿvrKv‡i Gi‡`vMvb e‡jb, G nvgjvi †cQ‡b Rw½ msMVb AvBG‡mi mswkøóZvB cÖZxqgvb n‡”Q| MvwRqvb‡Uc wmwiqvi mxgvšÍeZx© GKwU kni, †hwU Kzw`© msL¨v Mwiô| m~Î: wewewm|

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন