বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হলেন মো. রমজান আলী প্রামানিক। গত ৮ ডিসেম্বর উপসচিব (প্রশাসন) সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত এক চিঠিতে তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর, চ.দা.) হিসেবে রিভার ম্যানেজমেন্ট, বাপাউবো, ঢাকায় ন্যস্ত করা হয়েছে। এর আগে তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে ডিজাইন সার্কেল-৬ এ কর্মরত ছিলেন। মো. রমজান আলী প্রামানিক ১৯৮৭ সালে রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজ (বর্তমান রুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। এ কৃতিত্বের জন্য তিনি প্রধানমন্ত্রীর গোল্ড মেডেল লাভ করেন। এরপর ভারতের রোরকি ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে ২০০৪ সালে এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। রমজান আলীর জন্ম বগুড়া জেলার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। স্ত্রী শিউলী আনোয়ারী গৃহিনী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন