শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আমিরাতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে নেতৃবৃন্দ

বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় জঙ্গিবাদ প্রতিরোধ ও ষড়যন্ত্রকারীদের প্রতিহত করুন

প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ছালাহউদ্দিন আরব আমিরাত থেকে : বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আরব আমিরাত বঙ্গবন্ধু পরিষদ নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর খুনি ও স্বাধীনতাবিরোধী চক্রান্তকারীরা আজও থেমে নেই। তারা দেশকে অকার্যকর রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে। বক্তারা বলেন, ১৫ আগস্টের শপথ নিয়ে শোককে শক্তিতে পরিণত করে এবং বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে ধারণ করে দেশে জঙ্গিবাদ প্রতিরোধ ও ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। শুক্রবার রাতে আরব আমিরাতের আজমান বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে স্থানীয় ইট এন্ড ওয়েল রেস্টুরেন্টের হলরুমে বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাতবার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
এতে সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সভাপতি কামরুজ্জামান  (চেয়ারম্যান) এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা প্রফেসর আবদুস সবুর। প্রধান বক্তা, ছিলেন আজমান বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা হাসান মাহমুদ। আরো বক্তব্য রাখেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক খোরশেদ মোবারক, আজমান বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ছাইদুর রহমান ও মুক্তিযোদ্ধা আবদুল সবুরসহ অন্য নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন