বিতর্কিত নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়া বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে রোববার বিক্ষোভ করেছে হাজারো মানুষ। রাজধানী মিনস্কের বিভিন্ন জায়গায় ডজনখানেক থেকে শুরু করে শতাধিক মানুষ তার পদত্যাগের দাবিতে স্লােগান দিয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া অবস্থানের কারণে এভাবে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। দ্য ভিয়াসনা মানবাধিকার সংগঠন বলছে, মিনস্ক ও অন্যান্য শহরে ৩০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। বিভিন্ন সড়ক পাহারা দিয়েছে পুলিশ প্রশিক্ষিত কুকুর। এছাড়া বিভিন্ন জায়গায় সেনাসদস্য ও জলকামান মোতায়েন করেছে কর্তৃপক্ষ। গত আগস্টের বিতর্কিত নির্বাচনে ষষ্ঠ মেয়াদে লুকাশেঙ্কোর জয়ের পর থেকেই আধুনিক সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পড়ে বেলারুশ। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন