শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

‘পোশাক খাত নিয়ে টিআইবির প্রতিবেদন দুরভিসন্ধিমূলক’

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

পোশাক খাত নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদন দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। পাশাপাশি, প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে তা পুনঃমূল্যায়নের দাবি জানিয়েছে সংগঠনটি। এক বার্তায় বিজিএমইএ জানায়, যথাযথ মানদন্ড ও নিয়ম অনুসরণ না করেই প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। এর উদ্দেশ্য খতিয়ে দেখার আহবান জানায় বিজিএমইএ। পোশাক খাতে কর্মরত মোট শ্রমিকের প্রায় ৪২ দশমিক ০২ শতাংশ শ্রমিক বেতন-ভাতা বাবদ সরকারি প্রণোদনার অর্থ পায়নি বলে গেল ১৭ ডিসেম্বর এক প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এতে বলা হয়, পোশাক মালিক ও বিদেশি ক্রেতা সংগঠনগুলো শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব দেয়নি। তাছাড়া করোনাকালে আইনের অপব্যবহার করে কারখানা লে-অফ করেছে মালিকরা। এতে অনেক শ্রমিক চাকরি হারিয়েছেন। প্রতিবেদনে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সঠিক তালিকা প্রণয়নের দাবিও জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন