শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাধারণ বীমা খাত ৬ মাসে নিট মুনাফা বেড়েছে ১৮টির কমেছে ১৪টি কোম্পানির

প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : চলতি বছরের প্রথম ছয় মাসে শেয়ারবাজারে তালিকাভুক্ত সাধারণ বীমা খাতের ১৮টির নিট মুনাফা বেড়েছে কমেছে ১৪টির। দুই কোম্পানির ইপিএস অপরিবর্তিত রয়েছে। দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ২০ বীমা কোম্পানির নিট মুনাফা ও ইপিএস বেড়েছে। কমেছে ১৪টির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং কোম্পানিগুলোর ওয়েবসাইটে পাওয়া তথ্যে জানা যায়, বছরের প্রথম ছয় মাসে তালিকাভুক্ত ৩৪ সাধারণ বীমা কোম্পানির নিট মুনাফা হয়েছে ১৬২ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় সোয়া চার কোটি টাকা বা ২ দশমিক ৬৯ শতাংশ বেশি। বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিগুলোর নিট মুনাফা হয়েছে ৭৯ কোটি ৪৫ লাখ টাকা। যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ কোটি ৩২ লাখ টাকা বা ৭ শতাংশ বেশি। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন বলেন, প্রতিটি ব্যবসারই মৌসুমি প্রভাব রয়েছে। বীমা খাতও এর বাইরে নয়। এর মধ্যেও কিছু কোম্পানি ভালো ব্যবসা করবে, কিছুটা কম। প্রথম ছয় মাসে যেসব কোম্পানির নিট মুনাফা ও ইপিএস বৃদ্ধির শীর্ষে রয়েছে সেগুলো হলো- প্রভাতী, রিপাবলিক, এশিয়া, পূরবী জেনারেল ও ইসলামিক ইন্স্যুরেন্স। এসব কোম্পানির নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ থেকে ৩১ শতাংশ পর্যন্ত বেড়েছে। এ ছাড়া সেন্ট্রাল, গ্রিনডেল্টা ও রিলায়েন্স ইন্স্যুরেন্সের মুনাফা ১২ থেকে প্রায় ১৭ শতাংশ পর্যন্ত বেড়েছে। দেড় থেকে সাড়ে ৫ শতাংশ পর্যন্ত মুনাফা বেড়েছে প্রিমিয়ার, পাইওনিয়ার, সোনার বাংলা, সিটি জেনারেল, প্রগতি, নর্দার্ন, ইউনাইটেড, অগ্রণী, রূপালী ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের। সর্বাধিক ৪৫ শতাংশ মুনাফা কমেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের। গত জুন শেষে কোম্পানিটির নিট মুনাফা হয় প্রায় ৪ কোটি টাকা। আর গত বছরের একই সময়ে যা ছিল ৬ কোটি ৬০ লাখ টাকা। এ ছাড়া ফেডারেল ইন্স্যুরেন্সের নিট মুনাফা কমেছে ৪২ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের কমেছে ৩০ শতাংশ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন