রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আক্রান্তের চেয়ে সুস্থ প্রায় দ্বিগুণ

দেশে করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৩৯৮ জন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৬৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৭ হাজার ২৬৫ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ১১৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৮ হাজার ৮০৩ জন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে দেখা যায়, দেশে করোনাভাইরাসে প্রতিদিন আক্রান্তের চেয়ে সুস্থ্য হওয়ার সংখ্যা প্রায় দ্বিগুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের মধ্যে পুরুষ ১৪ জন, নারী ৬ জন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের রয়েছে ঢাকায় ১২ জন, চট্টগ্রামে ৩ জন, খুলনায় ২ জন, রংপুরে ২ জন, ময়মনসিংহে ১ জন।
গত ২৪ ঘণ্টায় ১৬৩টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৫১০টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩১ লাখ ৪৯ হাজার ৩৪৮টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ৮ দশমিক ৪৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক শূন্য ৪৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৭ লাখ ৪০ হাজার ৪৩৯ জন। ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৯২ লাখ ৯১ হাজার ৭২৭ জন।
জেএইচইউ’র তথ্য অনুযায়ী সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাস থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ কোটি ৪৬ লাখ ৫৪ হাজার ২৪ ব্যক্তি।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৮৬ লাখ ৩৪ হাজার ১৪১ জন করোনায় আক্রান্ত এবং ৩ লাখ ২৮ হাজার ৮৪৯ জন মৃত্যুবরণ করেছেন।
ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।
দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত প্রায় ১ কোটি ১ লাখ ২৪ হাজার মানুষ এবং মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ৭৫৬ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী প্রায় ৭৪ লাখ ২৪ হাজার এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৯৮২ জনের।

রোগী শনাক্তের দিক দিয়ে তালিকার পরবর্তী কয়েকটি দেশ হলো- রাশিয়া (প্রায় ২৯ লাখ ৩৫ হাজার), ফ্রান্স (২৫ লাখ ৮৪ হাজারের বেশি), যুক্তরাজ্য (২১ লাখ ৯৫ হাজারের বেশি) ও তুরস্ক (২১ লাখের বেশি)।
মৃতের দিক দিয়ে বিশ্বে চতুর্থ স্থানে আছে মেক্সিকো (১ লাখ ২০ হাজার ৩১১ জন)। তারপরে ইতালিতে ৭০ হাজার ৯০০ জন, যুক্তরাজ্যে ৬৯ হাজার ৭৩২ জন, ফ্রান্সে ৬২ হাজার ৩৮৯ জন ও ইরানে ৫৪ হাজার ৩০৮ জন মারা গেছেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন