বেসরকারি সংস্থা র্ডপ এর ২৯তম বার্ষিক সাধারণ সভা গতকাল রাজধানীর শেওড়াপাড়ায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। র্ডপ এর চেয়ারম্যান মো. আজহার আলী তালুকদারের সভাপতিত্বে সভায় অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধন করেন র্ডপ উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি ড. আবদুল মান্নান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবা অধিদফতরের পরিচালক মো. জুলফিকার হায়দার।
বক্তব্য রাখেন, র্ডপ উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদ, মোহাম্মদ নুরুল আমিন, ইলিয়াস কাঞ্চন, র্ডপ প্রতিষ্ঠাতা এবং গুসি আন্তর্জাতিক শান্তি পুরষ্কার বিজয়ী এএইচএম নোমান, র্ডপ’র নির্বাহী পরিষদ সদস্য ডা. রাজিয়া বেগম, ডা. আসমা বানু, অলক কুমার মজুমদার, কবি রোকেয়া ইসলাম, সাধারণ পরিষদ সদস্য শিব নারায়ন কৌরি, কর্ণেল (অব.) ফরিদ আহমেদ, ড. মো. শাহাবুদ্দিন খান, খন্দকার নাজির আহমেদ, আফরোজা পারভীন, প্রকৌশলী কামরুল হাসান, শাহদাত হোসেন বাচ্চু, বাগেরহাটের রাজিয়া বেগম, প্রমুখ।
অনুষ্ঠানে সাবেক অতিরিক্ত সচিব ও র্ডপ এর চেয়ারম্যান মো. আজহার আলী তালুকদারকে ‘র্ডপ ম্যান অব দ্যা ইয়ার-২০২০’ সম্মাননা ও ওয়াশ সেক্টরের আব্দুল হামিদ ফারুক, পুনর্বাসন কার্যক্রমের জাকির হোসেন, ক্ষুদ্রঋণ কর্মসূচির কামরুন্নাহারকে র্ডপ সেরা কর্মী পুরস্কার প্রদান করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন