ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) পক্ষ থেকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সোয়েটার ও প্যান্ট বিতরণের জন্য ইউনিয়নভিত্তিক প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয়। শনিবার সকালে উপেেজলার ১২টি ইউনিয়ন, ১টি পৌরসভায় সর্বমোট ১৭৭৪৫ পিছ সোয়েটার ও প্যান্ট বয়স্ক পুরুষ -মহিলা ও শিশুদের মাঝে বিতরণের জন্য প্রতিনিধিদের হাতে দেয়া হয় ।
বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. জাহিদ হাসান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ কাজিপুর থানা অফিসার ইনচার্জ জনাব পঞ্চনান্দ দাস। সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শাহাজাহান আলী। আয়োজনে বক্তব্য রাখেন , ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর ব্যবসায় প্রশাসন অনুষদ এর সহযোগী অধ্যাপক জনাব মো. লুৎফর রহমান।ভর্তি বিভাগের পরিচালক জনাব মো. গিয়াস উদ্দীন, জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক জনাব রাইসুল হক চৌধুরী এবং আয়োজনের সমন্বয়ক রুহুল আমিন ও কবির সরকার। স্বাস্থ্যবিধি মেনে কাজিপুর আল জামিয়াতুল মাদানিয়া (মাদরাসা) মাঠে ইউনিয়ন প্রতিনিধিদের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন