শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কর্পোরেট

প্রাইভেট অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স পেল মেঘনা অর্থনৈতিক অঞ্চল

প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

দেশের সর্বপ্রথম প্রাইভেট অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স পেয়েছে মেঘনা অর্থনৈতিক অঞ্চল। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে মেঘনা অর্থনৈতিক অঞ্চল লিমিটেডকে এই লাইসেন্স প্রদান করা হয়। লাইসেন্স প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী। অনুষ্ঠানে মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বলেন, আমরা মেঘনা অর্থনৈতিক অঞ্চলে মেঘনা পাল্প অ্যান্ড পেপার মিলস লি., এমপিপি পাওয়ার প্লান্ট লি., মেঘনা এডিবল অয়েলস রিফাইনারী লি., সোনারগাঁও ফ্লাওয়ার মিলস লি., মেঘনা পিভিসি প্লান্ট, ফ্রেশ এলপিজি বটলিং প্লান্ট ইত্যাদি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। এসব শিল্প প্রতিষ্ঠানের নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। লাইসেন্স প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেজার নির্বাহী সদস্য ড. এম এমদাদুল হক, মোহাম্মদ আব্দুস সামাদ, হরিপ্রসাদ পালসহ মেঘনা গ্রুপের কর্মকর্তারা। স বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন