শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সুন্দরবন মার্কেটের সব অবৈধ দোকান উচ্ছেদ এ সপ্তাহেই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের মূল নকশার বাইরে অবৈধভাবে গড়ে তোলা দোকানের দুই তৃতীয়াংশ গত দশ দিনে উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সপ্তাহের মধ্যে মার্কেটটির বাকি সব অবৈধ দোকান উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে ডিএসসিসি। মার্কেটটিতে নকশা বহির্ভূত দোকান সংখ্যা ৭৫৩টি।
গতকাল উচ্ছেদকালে ডিএসসিসি’র প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন জানিয়েছেন, সুন্দরবন স্কয়ার মার্কেটের দুই তৃতীয়াংশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। আগামী বৃহস্পতিবারের মধ্যে মার্কেটের নকশা বহির্ভূত সব দোকান উচ্ছেদ করে মার্কেট আমরা পুরোপুরি দখলমুক্ত করব।
১৭ ডিসেম্বর প্রথম দিন সুন্দরবন স্কয়ার মার্কেটটিতে উচ্ছেদ অভিযান শুরু করে ডিএসসিসি। উচ্ছেদ ঠেকাতে চারজন আইনজীবীকে সঙ্গে নিয়ে মানববন্ধন ও নানান দেন দরবার চালান দোকান মালিকরা। তারা দাবি করেন, হাইকোর্টের স্থগিতাদেশ থাকার পরেও করপোরেশন তাদের দোকান ভেঙে দিচ্ছে। নিজেদের অবস্থানে অটল থেকে প্রথম দিনের অভিযানে মার্কেটের বেশ কিছু অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয় নগর কর্তৃপক্ষ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন