পাবনা জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের ব্যবস্থাপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং মহান বিজয় দিবস উপলক্ষ্যে রোববার পাবনা অঞ্চলের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর বীর মুক্তিযোদ্ধা এবং অন্যান্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাবনা জেলা সশস্ত্র বাহিনী বোর্ড কার্যালয়ে দুইশতাধিক পাবনা অঞ্চলের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর বীর মুক্তিযোদ্ধা এবং অন্যান্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সশস্ত্র বাহিনী বোর্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুন মাহমুদ ফিরোজ চৌধুরী, পাবনা জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের সচিব মেজর একেএম আনিুসুর রহমান(অব.) সহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং পাবনা জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের কর্মকর্তা।-আইএসপিআর
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন