শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এবার ভারতেও মিললো করোনার নতুন রূপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২০, ১১:৩০ এএম

বিশ্বে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ শুরু হয়েছে। আর নতুন নতুন রূপে হাজির হচ্ছে এই ভাইরাসটি। এবার ভারতেও মিললো করোনাভাইরাসের নতুন রূপ। ব্রিটেনফেরত ছয় ভারতীয়ের শরীরে ভাইরাসের নতুন স্ট্রেন শনাক্ত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে এনডিটিভি অনলাইন।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তিন রোগীকে বেঙ্গালুরুর নিমহান্স, দুজনকে হায়দারাবাদের সিসিএমবি এবং এক জনকে পুনের এনআইভিতে রাখা হয়েছে। প্রত্যেক রোগীকে পৃথক কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। এদের সংস্পর্শে যেসব স্বজনরা এসেছিলেন তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

চলতি মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাজ্যের করোনার নতুন রূপটি শনাক্ত হয়। গত বছর উহানে করোনার যে স্ট্রেনটি শনাক্ত হয়েছিল এটি তারচেয়েও ৭০ গুণ বেশি সংক্রামক। ইতোমধ্যে ১৪টি দেশে শনাক্ত হয়েছে নতুন স্ট্রেনটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Taherul ২৯ ডিসেম্বর, ২০২০, ১২:৪৪ পিএম says : 0
Third wave?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন