বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বঙ্গবন্ধু হত্যাকান্ডের নেপথ্য কুশীলবদের সনাক্ত করতে কমিশন গঠনের সুপারিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২০, ৯:৪১ পিএম

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বঙ্গবন্ধু হত্যাকান্ডের নেপথ্য কুশীলবদের সনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য একটি কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি আব্দুল মতিন খসরুর সভাপতিত্বে আজ সংসদে ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মোঃ শামসুল হক টুকু, মোঃ আব্দুল মজিদ খান, মোঃ শহিদুজ্জামান সরকার, গ্লোরিয়া ঝর্ণা সরকার, রুমিন ফারহানা, খোদেজা নাসরিন এবং আক্তার হোসেন সভায় অংশ নেন।

সভায় ধর্ষণ মামলার ক্ষেত্রে ডিএনএ এবং মাদকাসক্ত নির্ণয়ের ক্ষেত্রে ডোপ টেস্টের জন্য পর্যাপ্ত সংখক ল্যাব গঠনের সুপারিশ করা হয়।

বিচারকার্য দ্রুততার সাথে সম্পন্ন করার স্বার্থে পর্যাপ্ত সংখ্যক বিচারক নিয়োগের বিষয়ে সভায় সুপারিশ করা হয়। সভায় আইন, বিচার ও সংসদ বিভাগের সচিবদ্বয়সহ সংসদ সচিবালয় ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন