শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের নির্বাচন কাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২১, ৩:৫৯ পিএম

প্রাথমিক শিক্ষার ইতিহাসে এই প্রথম বারের মত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

গতকাল শুক্রবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা মুহাম্মদ ফজলে এলাহী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সকাল ৯.টা থেকে বিকাল ৩.টার পর্যন্ত, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিষদে’র কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বাহার-আলীম-জিন্নাত এবং রাশেদা-কাশেম-রাজ্জাক পরিষদ ২১ টি পদের বিপরিতে প্রতিদ্বদ্বিতা করবে। এখানে সহকারী শিক্ষা অফিসার হতে উপপরিচালক পদমর্যাদার কর্মকর্তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মো. দেলোয়ার হোসেন, উপপরিচালক, সংস্থাপন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন