শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

গার্ডিয়ান লাইফের শেখ রাকিবুল করিমের পদোন্নতি

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

জীবন বীমা কোম্পানি, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর বর্তমান সিএফও শেখ রাকিবুল করিম ডিএমডি পদে পদোন্নতি লাভ করেছেন। তিনি ডিএমডি পদের পাশাপাশি কোম্পানির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসাবেও দায়িত্ব পালন করবেন।

সর্বোচ্চ ক্রমবর্ধমান জীবন বীমা কোম্পানি গার্ডিয়ান লাইফ সর্বদা গতিশীলতা এবং নতুনত্বের প্রবক্তা হয়ে নিজেদের উপস্থাপন করে আসছে। এরই ধারাবাহিকতায়, ২০২১ সাল এবং তার পরবর্তী সময়ে কোম্পানির মূল লক্ষ্য বিবেচনায় রেখে সার্বিক পরিচালনা এবং ব্যবসা বৃদ্ধির উদ্দেশ্যে শীর্ষ ব্যবস্থাপনা পর্যায়ে এই পরিবর্তনগুলো করা হয়েছে। শেখ রাকিবুল করিম ইন্সটিটিউট অব চাটার্ড অ্যাকাউন্টেটস অব বাংলাদেশের (আইসিএবি-র) একজন ফেলো মেম্বার। ২০০৬ সালে আইসিএবি’র তত্ত্বাবধানে থাকা কেপিএমজি বাংলাদেশ থেকে তিনি এই যোগ্যতা অর্জন করেন। তার ২২ বছরের বেশি ব্যবস্থাপনা পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এবং গ্রামীণফোন, বাংলালিংক এবং কেপিএমজি এর মতো অত্যন্ত প্রশংসিত কোম্পানিগুলোতে সিনিয়র ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পদে ১৮ বছরেরও বেশি ক্রমবর্ধিত কাজের অভিজ্ঞতাও রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন