শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

ডিএসই পরিদর্শন সিকিউরিটিজ বোর্ড অব নেপাল প্রতিনিধি দলের

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইসি) পরিদর্শন করেছে সিকিউরিটিজ বোর্ড অব নেপালের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে তারা এ পরিদর্শন করে। এ সময় ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান তাদের স্বাগত জানিয়ে বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ দীর্ঘ ৬০ বছরের ইতিহাসে নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে পথ চলে ২১ নভেম্বর ২০১৩ ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জে পরিণত হয়েছে। বিশ্বের উন্নত স্টক এক্সচেঞ্জগুলোর সঙ্গে ডিএসইর আন্তঃযোগাযোগ রয়েছে। ডিএসই ওইসব স্বনামধন্য এক্সচেঞ্জগুলোর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে কিছু বিষয় ডিএসইতে বাস্তবায়ন করা হয়েছে। বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জ বিশ্বের যে কোনো উন্নত স্টক এক্সচেঞ্জের সঙ্গে তাল মিলিয়ে চলার সক্ষমতা অর্জন করেছে। পরে ডিএসইর মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের ইনচার্জ নিজাম উদ্দিন আহমেদ এক প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিনিধি দলকে বাংলাদেশের পুঁজিবাজার, প্রাইমারি মার্কেট, আইপিও এর ক্ষেত্রে ডিএসইর ভূমিকা-ফিক্সড প্রাইস মেথড, বুক বিল্ডিং মেথড, সেকেন্ডারি মার্কেট, ট্রেডিং সিস্টেম, ক্লিয়ারিং এন্ড সেটেলমেন্টসহ ইত্যাদি সম্পর্কে অবহিত করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. জিয়াউল করিমসহ প্রতিনিধি দলের সদস্যরা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন