মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কর্পোরেট

বাংলাদেশী ১৬ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে ফ্রান্সের টেক্সওয়ার্ল্ড প্রদর্শনীতে

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : বাংলাদেশী ১৬ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে ফ্রান্সের টেক্সওয়ার্ল্ড প্রদর্শনীতে। আগামী মাসে চার দিনের এই বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী টেক্সওয়ার্ল্ড অনুষ্ঠিত হবে। ১২ থেকে ১৫ সেপ্টেম্বর প্যারিসে অনুষ্ঠিতব্য ওই প্রদর্শনীতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ব্যানারে এসব প্রতিষ্ঠান অংশ নিতে যাচ্ছে। গত বছর অনুষ্ঠিত টেক্সওয়ার্ল্ডে ১১০টি দেশের এক হাজার ৩৪৩টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। ইপিবি সূত্রে জানা গেছে, প্রদর্শনীতে অংশ নিতে যাওয়া প্রতিষ্ঠানগুলো হলো মুন্নু ফেব্রিক্স, ডেনিম এক্সপার্ট, অ্যান্থনি ইয়াং গার্মেন্ট, সেনটেক্স টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস, আকিজ টেক্সটাইল মিলস, সেঞ্চুরি অ্যাপারেলস, চরকা টেক্সটাইল, ডিকে নিটওয়্যার, জেএম নিটওয়্যার, জেরিকো ইমেক্স, নিডল ফ্যাশন, এমকে সোয়েটার্স, নাজিয়া অ্যাপারেলস, সিনহা নিট ইন্ডাস্ট্রিজ ও ইউনিটেক্স অ্যাটায়ার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন