শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চার পুলিশের বিরুদ্ধে মামলা

হত্যার হুমকি ও চাঁদাদাবির অভিযোগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

রাজধানীর যাত্রাবাড়ী থানার চার পুলিশসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার মো. আলম হাওলাদার নামের এক ব্যক্তি এই মামলা করেন। মামলার আসামিরা হলেন- যাত্রাবাড়ী থানার এসআই মো. আক্তার, এসআই আব্বাস উদ্দিন, এএসআই ওলিউল ইসলাম, কনস্টেবল মো. রিয়াজুল এবং আয়েশা আক্তার বেলি। ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসীর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। শুনানি শেষে আদালত অভিযোগের তদন্ত করে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। 

অভিযোগে জানা যায়, আসামিরা গত ১২ ডিসেম্বর রাত একটার দিকে আলম হাওলাদারের বাসার দরজায় ধাক্কা ও লাথি মারেন। আলমের স্ত্রী রেশমা বেগম পরিচয় জিজ্ঞেস করলে তারা আইনের লোক বলে জানান। দরজা খুলে দেওয়ার পর আসামিরা তাকে ধাক্কা দিয়ে ঘরের মেঝেতে ফেলে দেন। আলমকে না পেয়ে তারা ঘরের জিনিসপত্র তছনছ করে ওয়্যারড্রব খুলে দুই লাখ টাকা নিয়ে নেন। অকথ্য ভাষায় গালাগালি করতে থাকলে রেশমা প্রতিবাদ করেন। তখন এসআই আক্তার তাকে ধাক্কা মেরে ফেলে দেন। ওলিউল রেশমার হাত ধরে টানাহেঁচড়া করেন। এ সময় আক্তার রেশমার ফোন দিয়ে আলমকে হুমকি দেন, ‹ঢাকায় ফিরে এসে পাঁচ লাখ টাকা দিবি, আর যদি না দিস, তাহলে তোকে ক্রসফায়ার দিয়ে নদীতে ফেলে দিব।বাসায় এসে আলম সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জানতে পারেন, আসামিদের চারজন যাত্রাবাড়ী থানার পুলিশ এবং আয়েশা তার ভাবি। এখনো আসামিরা বিভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি দিয়ে টাকা দাবি করছেন বলে অভিযোগে বলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন