ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে বুধবার পরপর আটটি টর্নেডো আঘাত হানে। তবে এতে কেউ নিহত হয়নি। শুধু হালকা আহত হয়েছেন কয়েকজন। দুই শতাধিক মানুষকে তাদের বাড়ি থেকে অন্যত্র সরিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি কয়েক হাজার গ্রাহক বিদ্যুৎ সরবরাহ থেকে বঞ্চিত আছেন। মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস এসব তথ্য জানিয়েছে।
স্থানীয় হাওয়ার্ড কাউন্টির শেরিফ স্টিভ রজার বলেন, আমরা খুবই সৌভাগ্যবান যে, তেমন কোনো আহতের ঘটনাও ঘটেনি। তিনি জানান, ১০ থেকে ১৫ জন অল্প কিছুটা আহত হয়েছেন। বেশ কিছু গাছপালা এবং ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। টর্নেডোগুলো ককোমো শহরের ওপর দিয়ে বয়ে যায়। সেখানকার মেয়র গ্রেগ গুডনাইট বলেন, আমরা কৃতজ্ঞ যে, এতে কেউ নিহত বা বড় ধরনের আহত হয়নি। সূত্র : এবিসি নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন