শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সুন্দরবনের আশপাশের সব প্লট বাতিল করুন : আ স ম রব

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও সুন্দরবন কেন্দ্রিক বাণিজ্যিক প্লট ক্রয় ও বরাদ্দ অবিলম্বে বাতিল করার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি।
গতকাল দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এক বিবৃতিতে এ দাবি জানান। দলটির সহ-দফতর সম্পাদক গোলাম রাব্বানী জামিল স্বাক্ষরিত বিবৃতিতে নেতারা বলেন, ‘বিশ্বের সেরা ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ও তার জীব বৈচিত্র ধ্বংসের সহায়ক রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধও সুন্দরবন ঘিরে শিল্প ও বাণিজ্যিক প্লট ক্রয় ও বরাদ্দ অবিলম্বে বাতিল করতে হবে।’
জাসদ নেতারা বলেন, ‘সুন্দরবনের ভারতীয় অংশে যে প্রকল্প ভারত নির্মাণ করতে দেয়নি সেখানে ক্ষমতার স্বার্থে তাদেরকে খুশি করার জন্য বাংলাদেশ অংশে সুন্দর বনের মাত্র কয়েক মাইলের মধ্যে এ প্রকল্প নির্মাণের অনুমতি দান কোনো পরিবেশবাদী ও দেশপ্রেমিক সরকারের পক্ষেই সমীচিন নয়। অথচ এর বিরুদ্ধে যারা আন্দোলন করছে সরকার তাদেরকে শুধু বাধাই দিচ্ছে না, লাঠি পেটা ও গ্রেফতার করছে।’ বিবৃতিতে নেতারা আরো বলেন, ‘অবিলম্বে সরকার এ প্রকল্প সুন্দরবন থেকে কমপক্ষে ৫০ মাইল দুরে কোথাও স্থানান্তরের সিদ্ধান্ত ঘোষণা না করলে এর বিরুদ্ধে জাতীয় আন্দোলন গড়ে উঠবে। এতে শুধু সরকারের সিদ্ধান্তই বাতিল হবে না, ক্ষমতা ধরে রাখাও দুঃসাধ্য হয়ে পড়বে।’




 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন