শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

খেলাপি ঋণ বেড়েছে গত তিন মাসে

প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : চলতি বছরের জুন পর্যন্ত সময়ে ব্যাংকিংখাতে মোট স্থিতি দাঁড়িয়েছে ৬ লাখ ৩০ হাজার ১৯ কোটি ২৫ লাখ টাকা। এর মধ্যে খেলাপি হয়েছে ৬৩ হাজার ৩৬৫ কোটি ২৮ লাখ টাকার ঋণ। যা মোট ঋণের ১০ দশমিক ০৬ শতাংশ। গত ৩ মাসে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ৩ হাজার ৯৫৪ কোটি টাকা। এর আগের প্রান্তিক মার্চ পর্যন্ত সময়ে এই খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫৯ হাজার ৪১১ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের জুন প্রান্তিক প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে। প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য সময়ে সরকারি ৬টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ হয়েছে ৩০ হাজার ৭৬ কোটি ৮৬ লাখ টাকা। যা বিতরণ করা মোট ঋণের ২৫ দশমিক ৭৪ শতাংশ। এসময়ে বেসরকারি খাতে খেলাপি হয়েছে ২৫ হাজার ৩১৫ কোটি ১৩ লাখ টাকা। যা বিরতণ করা ঋণের ৫ দশমিক ৪৪ শতাংশ। বিদেশি ব্যাংকে আলোচ্য সময়ে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ১৫৬ কোটি টাকা। যা বিরতণ করা ঋণের ৮ দশমিক ৩৩ শতাংশ। আর বিশেষায়িত ২ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৮১৬ কোটি ৭৬ লাখ টাকা। যা বিতরণ করা ঋণের ২৬ দশমিক ১৪ শতাংশ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন