বাংলার ঐতিহ্যবাহী সাকরাইন বা ঘুড়ি উৎসব আজ। মাঘ মাসের প্রথম দিনটি পুরান ঢাকায় অনুষ্ঠিত হয় সাকরাইন উৎসব। একে পৌষ সংক্রান্তীও বলা হয়। আগে এ উৎসবটি সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে পুরান ঢাকায় সাড়ম্বরে পালিত হয় এ দিনটি। উৎসবে অংশ নেন সব ধর্মের সব বয়সী মানুষ। এই উৎসব শুধুমাত্র পুরান ঢাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরো ঢাকায় ছড়িয়ে দিতে এবারই প্রথম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে ৭৫টি ওয়ার্ডে এই উৎসব উদযাপন করা হচ্ছে। প্রতি ওয়ার্ডে বিতরণ করা হয়েছে নাটাই ও ঘুড়ি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন