শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নারীযাত্রীদের জন্য পৃথক কামরা চেয়ে রিট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২১, ১২:০৫ এএম

নারী যাত্রীদের জন্য পৃথক কামরা বরাদ্দ চেয়ে রিট করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বারের অ্যাডভোকেট মো.আজমল হোসেন খোকন রিটটি ফাইল করেন। আগামি সপ্তায় রিটের শুনানি হবে বলে জানান তিনি। এ বিষয়ে তিনি জানান, নারীরা যাতে নিরাপদে দেশের রেলগাড়িতে ভ্রমণ করতে পারেন, সেজন্য তাদের পৃথক কামরা বরাদ্দ চেয়ে রিট করা হয়েছে। এর আগে গত অক্টোবরে জনস্বার্থে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ দেয়া হয়েছিলো। নোটিশ অনুযায়ী প্রত্যাশিত ব্যবস্থা না নেয়ায় প্রতিকার চেয়ে রিট করা হয়েছে। রিটে রেলপথ মন্ত্রণালয়ের সচিব,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাব্যবস্থাপক ও রেলওয়ের পরিদর্শককে বিবাদী করা হয়েছে। 

রিটে বলা হয়, বাংলাদেশ রেলওয়ে আইন, ১৮৯০ এর ৬৪ ধারা অনুসারে ট্রেনের নারী যাত্রীদের জন্য আলাদা কামরা বরাদ্দের বিধান রয়েছে। অথচ এ বিধানের বাস্তবায়ন নেই। এটি আইনের লঙ্ঘন। নাগরিকের সাংবিধানিক অধিকারের ব্যত্যয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন